• ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই জিলকদ, ১৪৪৫ হিজরি

শ্রীমঙ্গলে ট্রাক ভর্তি চোরাই রাবার কষসহ আটক ২

sylhetsurma.com
প্রকাশিত মার্চ ১৯, ২০১৭

মৌলভীবাজার সংবাদদাতা :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর ও রুপাইছড়া রাবার বাগানের মধ্যবর্তী স্থানে পাহাড়ের ভিতরে ট্রাক ভর্তি প্লাষ্টিকের টাংক ভর্তি রাবার কসসহ দুইজন আটক করেছে পুলিশ।
১৮ মার্চ শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার মিজাপুর ইউনিয়নের রুপাইছড়া রাবারবাগান এলাকার পাহাড় এলাকা থেকে এসব চোরাই রাবার কসসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃত হলেন শামীম মিয়া( ২২) ও ফয়সল মিয়া (২০)। তাদের বাড়ী শ্রীমঙ্গল উপজেলার মিজাপুর ইউনিয়নের চাতল গ্রামে।
জানা গেছে, শনিবার দুপুরে শ্রীমঙ্গল থানার এসআই রাশেদুল আলম খাঁন মিজাপুর ইউনিয়নের রুপাইছড়া রাবার বাগানের মধ্যবতী স্থানে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচাউন এলাকার চাতল গ্রামের মৃত সরফরাজ মিয়ার ছেলে রেজাক মিয়ার ট্রাক ভর্তি (ঢাকা মেট্রো ঠ ১৫.০১৬১) শাহ ফার্মার রাবার ইন্ডাস্ট্রিজ বাহুবল থানার পুটিজড়ি এলাকার শাহ লালু মিয়ার ছেলে ইকরাম মিয়ার ফ্যাক্টরিতে পাচারের উদ্যেশে গাড়ীসহ ১৫০০ লিটার রাবার কস আটক করা হয়। রাবারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক রাশেদুল আলম খাঁন বাংলা এ তথ্য নিশ্চিত করেন।